বিরোধীদের হট্টগোল, বাদল অধিবেশনের প্রথম দিনেই মুলতুবি লোকসভা
নিজস্ব সংবাদদাতা : সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের প্রবল হট্টগোলে বার বার ব্যাহত হল লোকসভা। এদিন পেট্রোল, ডিজেল-সহ জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃষি ঋণ ইস্যুতে কেন্দ্র সরকারকে চেপে ধরে বিরোধীরা। পাশাপাশি পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারি নিয়েও সরব হন বিরোধীরা। অন্যদিকে, পেট্রপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চেপে সংসদে পৌঁছন তৃণমূল সাংসদরা।
Lok Sabha paid Obituary to legendary athlete Shri Milkha Singh and renowned actor Shri Dilip Kumar #LokSabha @loksabhaspeaker @ombirlakota @loksabhatv @rajyasabhatv pic.twitter.com/l0iKCiScFa
— LOK SABHA (@LokSabhaSectt) July 19, 2021
দিনের শুরুতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রধানমন্ত্রী পরিচয় পর্ব শুরু করা মাত্রই স্লোগান দিতে থাকেন বিরোধীরা। তুমুল হট্টগোলের জেরে বেলা ২টো পর্যন্ত স্থগিত হয়ে যায় লোকসভার অধিবেশন। এরপর ফের ২টোয় অধিবেশ শুরু হলে আবারও বেলা সাড়ে ৩টে পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়। ফের সাড়ে ৩টে নাগাদ অধিবেশন শুরু হলে অধ্যক্ষ দিনের মতো মুলতুবি ঘোষণা করে দিয়ে ঘোষণা করেন লোকসভার অধিবেশন শুরু হবে আগামীকাল সকাল ১১টায়।
Speaking at the start of the Monsoon Session of Parliament. https://t.co/QENuZOzQRh
— Narendra Modi (@narendramodi) July 19, 2021
বিরোধীদের হট্টগোলের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সংসদের সম্মানহানি করছেন। দেশের মহিলা, কৃষক সন্তান, দলিত সম্প্রদায়ের মানুষ মন্ত্রী হয়েছেন। অনেকেই তা মেনে নিতে পারছেন না। তাই লোকসভার মর্যাদা ক্ষুণ্ণ করছেন।‘ এর আগে বৃষ্টির মধ্যে সংসদ ভবনে ঢোকার মুখে ছাতা মাথায় প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন, ‘সাংসদদের অনুরোধ করছি, কঠিন থেকে কঠিনতর প্রশ্ন করুন। কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সরকারকে উত্তর দেওয়ারও সুযোগ দিন। দেশের মানুষ যে জবাব চাইবেন, সেই জবাব দিতে সরকার প্রস্তুত।‘
Comments are closed.