দুর্গাপুর ব্যারেজে লকগেট ভেঙে বিপত্তি, বন্যার আশঙ্কা পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায়

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর ব্যারেজের ৩১ নং গেটের একাংশ ভেঙে বিপত্তি। জলাধার থেকে হু হু করে বেরিয়ে যাচ্ছে জল। ফলে ২০১৭ সালের স্মৃতি ফিরে এল শুক্রবার রাতে। সেবার ১ নং লকগেট ভেঙে বেরিয়ে গিয়েছেল জল। ব্যারাজ পুরো জলশূন্য হয়ে পড়েছিল। এবার ৩১ নং গেট ভেঙে হাজার হাজার কিউসেক জল বেরিয়ে যাচ্ছে। সেচ দফতরে ইঞ্জিনিয়াররা দিশেহারা ভাঙা গেট মেরামতিতে। শনিবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, পুরনিগমের ৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল।
দুর্গাপুর ব্যারেজের জলের উপর নির্ভরশীল পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া। এখান থেকেই বাড়ি বাড়ি জল সরবরাহ করে দুর্গাপুর ও আসানসোল পুরসভা। হু হু করে জল বেরিয়ে যাওয়ায় বন্যার আশঙ্কা পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায়। এরই মধ্যে পানীয় জলের সঙ্কট যাতে না দেখা দেয় তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মেয়র। অকারণে জল নষ্ট না করার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুরসভা।
Comments are closed.