ভাটপাড়ার মৃত যুবকের লিভার-কিডনি দান, জীবন পেল আগরতলা-লিলুয়ার যুবক

নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার এক যুবক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় শহরের নামি বেসরকারি হাসপাতালে। কিন্তু অবস্থার কোনও উন্নতিই হয়নি তাঁর। শেষমেশ ওই যুবকের ব্রেন ডেথ ঘোষণা করা হয়। এরপরই অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। কিন্তু করোনার কারণে অঙ্গ নেওয়া যথেষ্ট কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও চ্যালেঞ্জ গ্রহণ করে চিকিৎসকেরা।
অঙ্গগ্রহীতার খোঁজ শুরু করে হাসপাতাল। রাতেই লিভার প্রয়োজন, এমন এক আগরতলার বাসিন্দাকে বিমানে নিয়ে আসা হয় কলকাতায়। যুবকের একটি কিডনি দেওয়া হচ্ছে হাওড়ার লিলুয়ার এক যুবককে। আরেকটি পাঠানো হয়েছে এসএসকেএমে। হাসপাতাল সূত্রে খবর, মৃত যুবকের চোখ ও হৃদযন্ত্র দেওয়া হয়েছে শহরের অপর এক বেসরকারি হাসপাতালের এক রোগীকে। এসএসকেএমের স্কিন ব্যাংকে রাখা হচ্ছে ওই যুবকের ত্বক।
Comments are closed.