সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন রাজধানীতে
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় জন্মশতবার্ষিকী পালন করল দিল্লির এঞ্জেল ভিশন। রবিবার সন্ধ্যায় নয়াদিল্লির লাজপত নগরের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শৈলেন সাহা, সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মীনাক্ষী ভট্টাচার্য্য এবং সংগঠনের অন্যতম সদস্য অমিত ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে সাহিত্যিক জীবন ও তাঁর বিভিন্ন কাজের পাশাপাশি চলচ্চিত্র জগতে আশুতোষ মুখোপাধ্যায়ের কাহিনির প্রাসঙ্গিকতা ও অবদান নিয়ে আলোচনা হয়।
করোনা ভাইরাস এবং লকডাউন ও স্বাস্থ্যবিধি নিয়ে নাটক ‘আনলক’ মঞ্চস্থ করা হয়। করোনা ভাইরাসের পরিস্থিতি মাথায় রেখে সচেতনতা, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, কর্মীদের সমস্যা-সহ একাধিক পরিস্থিতি তুলে ধরা হয় নাটকের মাধ্যমে। অনুষ্ঠানে গানেরও আয়োজন করা হয়।
১৯২০ সালে ঢাকা শহরে জন্মগ্রহণ করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। হুগলি মহসীন কলেজে পড়াশোনা করেন। বাংলা ছবি ‘অমরকণ্টক’ থেকে শুরু করে ‘দীপ জ্বেলে যাই’, হিন্দি ছবি ‘কোরা কাগজ’ তার কাহিনি থেকে চলচ্চিত্রে রূপ পায়।
শুধু আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী নয়, সারা বছরই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে নয়াদিল্লির এঞ্জেল ভিশন সোসাইটি। বিশেষ করে যে সমস্ত প্রতিভাসম্পন্ন শিল্পীরা অভিনয়ের সুযোগ পান না, তাঁদের বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার মাধ্যমে মঞ্চে আনার ব্যবস্থা করেন এই সোসাইটি।
Comments are closed.