Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আইফেল টাওয়ারের দেশে মেসি, খেলবেন ৩০ নম্বর জার্সি পরে

সাম্যজিৎ ঘোষ

সব জল্পনার অবসান। স্পেনের বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিসে পাড়ি দিলেন লিওনেল মেসি। ২০ বছরের সম্পর্কে আকস্মিক ছেদ পড়ার পর মেসিকে লুফে নিতে সময় নষ্ট করেনি ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁরমে। মঙ্গলবার ক্লাবের বিমানে প্যারিস পৌঁছন মেসি। বিমানবন্দরে মেসির অপেক্ষায় হাজার হাজার মানুষ বহু আগে থেকেই ভিড় জমিয়েছিলেন। ক্লাবের নতুন নায়ককে অভিবাদন জানাতে আসা ভিড় সামলাতে হিমসিম খেতে হল পুলিশকে। মেসিও হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।

- Sponsored -

এরপর মেসি সোজা চলে যান প্যারিস সাঁ জাঁরমে ক্লাবে। নিয়মমতো শারীরিক পরীক্ষা হওয়ার পর ক্লাবের চুক্তিপত্রে সই করেন মেসি। পরিচয় বিনিময় হয় ক্লাবের শীর্ষকর্তা, কোচের সঙ্গেও। তারপর ক্লাবের মাঠে নেমে পড়েন মেসি। বিশ্বে অন্যতম সেরা ফুটবলারকে দেখতে তখন গ্যালারি উপচে পড়েছে। আইফেল টাওয়ারের দেশে এবার ফুটবলের অন্যতম মহাতারকার মাঠে নামার অপেক্ষায় ফ্যানরা।

এদিকে বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁরমে ক্লাবে আসার পর কত নম্বর জার্সি পরবেন লিওনেল মেসি সেই প্রশ্ন নিয়ে উত্তাল ছিল ফুটবল বিশ্ব। মেসি আসার পর পরিচিত ১০ নম্বর জার্সি পরবেন কিনা তা নিয়ে জল্পনার অসান হল বলা যায়। পিএসজি ক্লাবে সব ঠিক থাকলে ৩০ নম্বর জার্সি পরে খেলবেন মেসি। পিএসজি ক্লাবে নেইমার বর্তমানে ১০ নম্বর জার্সি পরেন। ফুটবল কেরিয়ারের শুরুতে ৩০ নম্বর জার্সি পরে খেলেছিলেন কয়েকবছর। তারপর থেকে ১০ নম্বর জার্সিতেই মেসিকে দেখেছে ফুটবল বিশ্ব। এবার ফের ৩০ নম্বর জার্সি পরে পিএসজি ক্লাবে মাঠে নামবেন প্রাক্তন বার্সা তারকা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.