‘দীপাবলিতে জওয়ানদের জন্য দীপ জ্বালান’, ‘মন কি বাত’-এ দেশবাসীকে আহ্বান মোদির

নিজস্ব সংবাদদাতা : ‘মন কি বাত’-এ দেশবাসীকে বিজয়া দশমী তথা দশেরার শুভেচ্ছা জানিয়ে দীপাবলিতে জওয়ানদের জন্য প্রদীপ জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি করোনা আবহে দেশবাসী সংযমের যে পরিচয় দিয়েছেন তা নিয়েও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা খুব দ্রুত করোনাকে জয় করব তা দেশবাসীর ত্যাগ থেকেই বোঝা যাচ্ছে। করোনার বিরুদ্ধে ভারতের জয় নিশ্চিত।’ পাশাপাশি আগামী দিনে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মোদি।
हमें अपने उन जांबाजों को भी याद रखना है जो इन त्योहारों में भी सीमाओं पर डटे हैं और भारत माता की सेवा और सुरक्षा कर रहे हैं। हमें उनको याद करके ही अपने त्योहार मनाने हैं। हमें घर में एक दीया, भारत माता के इन वीर बेटे-बेटियों के सम्मान में भी जलाना है: मन की बात में PM मोदी pic.twitter.com/HTsQ96iM8E
— ANI_HindiNews (@AHindinews) October 25, 2020
প্রধানমন্ত্রী এদিন দেশবাসীকে সেন জওয়ানদের জন্য দীপ বা বাতি জ্বালানোর আহ্বান করেন। তিনি বলেন, ‘“আপনারা অন্তত একটা করে প্রদীপ বীর জওয়ানদের স্মরণ করে জ্বালান। বাইরের হুমকি থেকে দেশের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, তাই পরিবারের থেকে দূরে থেকে সীমান্ত পাহারা দিয়ে চলেছেন সৈনিকরা। এই উৎসব আবহের সময় সাহসী জওয়ানদের কথাও মনে রাখতে হবে। ভারতমাতার এই সাহসী সন্তানদের সম্মান জানাতে আমাদের ঘরে প্রদীপ জ্বালাতে হবে।’
Comments are closed.