উত্তরপ্রদেশের ঘটনায় বামেদের প্রতিবাদ মিছিল মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতা : গোটা দেশের সঙ্গেই তাল মিলিয়ে হাতরাসের ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে মেদিনীপুর শহরও। উত্তরপ্রদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নামল বামেরা। বাম প্রভাবিত সামাজিক ন্যায় মঞ্চ এবং সিপিআইএম দলের পক্ষ থেকে শনিবার বিকেলে প্রতিবাদে মিছিল, পথসভা অনুষ্ঠিত হয়।
পাশপাশি শহরের গান্ধিমূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শোকপ্রকাশ করা হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম-এর জেলা সম্পাদক তরুণ রায়, তাপস সিনহা, সুকুমার আচার্য, কুন্দন গোপ-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে হাতরাসে দলিত তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। এমনকী নির্যাতিতার মৃত্যুর পর দেহ পরিবারকে না জানিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যোগী আদিত্যনাথের পুলিশের বিরুদ্ধে। সংবাদমাধ্যম থেকে রাজনৈতিক নেতাদের হাতরাসে ঢুকতে বাধা দেওয়া, নির্যাতিতার পরিবারকে শাসানোর খবরও দেশজুড়ে প্রতিবাদের মাত্রা বাড়িয়ে দিয়েছে। চাপে পড়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Comments are closed.