বামপন্থী দলসমূহ ও কংগ্রেসের ধিক্কার মিছিল মেদিনীপুর শহরে
নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশে হাতরাস-সহ অন্যান্য স্থানে ঘটে যাওয়া গণধর্ষণ ও খুনের প্রতিবাদে, পশ্চিমবঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং সর্বত্র দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবারও পথে নেমে একযোগে সোচ্চার হল বামপন্থী দলসমূহ ও জাতীয় কংগ্রেস।
মঙ্গলবার উল্লিখিত ইস্যুতে প্রতিবাদ মিছিল সংগঠিত হল মেদিনীপুর শহরে। মিছিল শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে বামেদের পক্ষে নেতৃত্ব দেন তরুণ রায়, তাপস সিনহা, সন্তোষ রানা, শৈলেন মাইতি এবং কংগ্রেসের পক্ষে সমীর রায়, দেবীদাস মহাপাত্র, মহম্মদ সাইফুল, মান্তু আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
Comments are closed.