দু’বার করোনা রিপোর্ট নেগেটিভ, হাসপাতালে ভর্তি ফুয়াদ হালিম

নিজস্ব সংবাদদাতা : গুরুতর অসুস্থ বিশিষ্ট চিকিৎসক এবং সিপিআইএম নেতা ফুয়াদ হালিম। দু’বার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেও শারীরিক সমস্যা হওয়ায় দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসক রাহুল জৈন-এর অধীনে ভর্তি তিনি।বুধবার বাম-চিকিৎসক নেতার অসুস্থতার খবর ট্যুইট করেন স্ত্রী সায়রা শাহ হালিম। ট্যুইটে লেখেন, ‘করোনা পরিস্থিতিতে প্রথম সারির যোদ্ধা হওয়ায় এবং লকডাউনে অসংখ্য গরিব মানুষের দেখভাল করেছেন তিনি। আমার স্বামী চিকিৎসক ফুয়াদ হালিমকে বেলভিউয়ের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। ওনার জন্যে সকলে প্রার্থনা করুন।’
Being a #Covid front line warrior,and taking care of so many needy/poor/sick people during the pandemic.
My husband Dr @fuadhalim is admitted in emergency ICU at Belle Vue.
Request prayers during this stressful time.
— Saira Shah Halim سائرہ 🇮🇳 (@sairashahhalim) July 29, 2020
এর আগে শারীরিক দুর্বলতায় দু’বার করোনা পরীক্ষা করেন ফুয়াদ হালিম। দু’বারই নেগেটিভ রিপোর্ট আসায় সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে জানান স্বয়ং এই বাম-চিকিৎসক নেতা। সোশ্যাল মিডিয়ায় প্রচুর গুণমুগ্ধদের শুভেচ্ছাও পান তিনি। এরপর স্ত্রী সায়রা শাহ হালিম ট্যুইটে ফুয়াদ হালিমের অসুস্থতার খবর দিতেই উদ্বেগ দেখা দেয় গুণমুগ্ধ থেকে রাজনৈতিক মহলে।
হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে রক্ত জমাট বেঁধেছে ফুয়াদ হালিমের । অক্সিজেন সাপোর্টে আপাতত রয়েছেন তিনি। তৃতীয় কোভিড রিপোর্ট এখনও আসেনি।
Comments are closed.