Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আইনজীবী রজত দে খুনে যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রী অনিন্দিতার

নিজস্ব সংবাদদাতা : আইনজীবী রজত দে হত্যাকাণ্ডে স্ত্রী অনিন্দিতা পালকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বারাসত আদালতের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। নিউটাউনে রোমহর্ষক এই হত্যাকাণ্ডে স্ত্রী অনিন্দিতা পালকে আগেই দোষী সাব্যস্ত করেন বিচারক। রায় শুনে এদিনও এজলাসে ফের কান্নায় ভেঙে পড়ে অনিন্দিতা। চিৎকার করে বলতে থাকে ‘‘আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।”

- Sponsored -

২০১৮ সালের ২৪ নভেম্বর নিউটাউনের ডিবি ব্লকে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আইনজীবী রজত দের মৃতদেহ। তাঁর স্বামী আত্মহত্যা করেছে বলে প্রথম থেকেই দাবি করেছিলেন অনিন্দিতা। রজতের স্ত্রী অনিন্দিতা নিজেও একজন আইনজীবী। অনিন্দিতা কলকাতা এবং বম্বে হাইকোর্টে প্র্যাকটিস করতেন। কথার মারপ্যাঁচে বিভ্রান্ত করে ফেলেন তদন্তকারী অফিসারদের। কিন্তু পরে রজতের দেহের ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যায় দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বারবার জেরা করে অনিন্দিতার বয়ানেও মেলে বহু অসঙ্গতি। পুলিশের দাবি, জেরায় সাত দিনে সাত বার বয়ান বদল করেছিলেন অনিন্দিতা। এরপরেই ডিসেম্বর মাসের ১ তারিখ রজতকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে তাঁর স্ত্রী অনিন্দিতাকে।

বুধবার বেলা সাড়ে ১১টায় আদালত বসলে অনিন্দিতার আইনজীবী সোহিনী অধিকারী বিচারককে বলেন, ‘অনিন্দিতার ৩ বছরের এক সন্তান রয়েছে। মায়ের ফাঁসি হলে সে পুরোপুরি অনাথ হয়ে যাবে।’ তিনি বিচারকের কাছে আবেদন করেন, যেন সর্বোচ্চ শাস্তি না দেন তাঁর মক্কেলকে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.