Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রয়াত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর, শোকের ছায়া শিল্পীমহলে

নিজস্ব সংবাদদাতা : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শক্তি ঠাকুরের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহলে। বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাত্র দু’ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তাঁর। সোমবার ভোরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই গায়ক-অভিনেতার।

বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন বড় মেয়ে মেহুলি। ফেসবুক পোস্টেই সেই যন্ত্রণা ধরা পড়েছে। মেহুলি লিখেছেন, ‘আমার বাবা…. আর নেই… নেই… ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট…..কয়েক ঘন্টার মধ্যেই চলে গেল…. আমার বাবা….. কিচ্ছু করতে পারলাম না……’।

- Sponsored -

বাবার শেষকৃত্যর পরে শোকবিহ্বল মেহুলি জানান, ‘আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়…. জীবনে কোনওদিনও শ্মশানে আসিনি…. আজ সবই জীবনে প্রথম বার…… বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন…… তুমি কি কোনওদিনও কোনও পাপ করোনি বাবা?….. নইলে এভাবে দু’ঘন্টার মধ্যে কে চলে যায়? “ধুর আর ভাল্লাগছেনা” বলে চলে গেলে…… সব কিছুতেই তাড়াহুড়োর জন্য কত বকাবকি করতাম…… আজ চলে যাওয়ার সময়ও এমন অদ্ভুত তাড়াহুড়ো কে করে বাবা?….. আমি তো তোমার কার্বন কপি…. আমিও তোমারি মত তাড়াহুড়ো করে চলে যাব দেখো……… কষ্টটা লিখে ফেলতে পারলে বোধহয় নিঃশ্বাস নিতে পারতাম…..।’

স্কুল শিক্ষকতা দিয়ে প্রথম জীবন শুরু করেছিলেন শক্তি ঠাকুর। তাঁর প্রিয় বিষয় ছিল অঙ্ক। পরে বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপশি প্লেব্যাকও করেছিলেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়, আর ডি বর্মন,অজয় দাসের সুরে শক্তি ঠাকুর গান গেয়েছেন। ১৯৭৬-এ তপন সিংহের ‘হারমোনিয়াম’ ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে গানের দুনিয়ায় প্রথম পা রাখেন তিনি। তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’ ছবিতে অভিনয় আজও দর্শকদের মনে রয়েছে। তাঁর ছোট মেয়ে মোনালি ঠাকুরও বাংলা ও হিন্দি গানের জগতে উজ্জ্বল নাম। করোনা পরিস্থিতিতে সুইৎজারল্যান্ডে আটকে পড়েছেন মোনালি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.