প্রয়াত হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, শোকের ছায়া রাজনৈতিক মহলে

নিজস্ব সংবাদদাতা : ৮৭ বছরে প্রয়াত হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। গত সোমবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে ভর্তি করা হয়েছিল সিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজে। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। বুধবার রাত ৩টে ৪০ মিনিট নাগাদ মারা যান হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ প্রবীণ রাজনীতিবিদ বীরভদ্র সিংয়ের মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি-সহ রাজনৈতিক মহল।
Shri Virbhadra Singh Ji had a long political career, with rich administrative and legislative experience. He played a pivotal role in Himachal Pradesh and served the people of the state. Saddened by his demise. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) July 8, 2021
Shri Virbhadra Singh ji was a stalwart in the true sense. His commitment to serving the people and to the Congress party remained exemplary till the very end.
My condolences to his family and friends. We will miss him. pic.twitter.com/GjXbe6zQnV
— Rahul Gandhi (@RahulGandhi) July 8, 2021
দীর্ঘদিন হিমাচলপ্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন বীরভদ্র সিং। ছয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন হিমাচলে। ১৯৮৩-১৯৯০ প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর ১৯৯৩-১৯৯৮, ২০০৩-২০০৭ ও শেষবারের জন্য ২০১২-২০১৭ তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলান। লোকসভার পাঁচ বারের সাংসদও ছিলেন। কেন্দ্রের কংগ্রেস সরকারে উড়ান, পর্যটন, শিল্প, স্টিল, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা-সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও পালন করেছেন তিনি।
Comments are closed.