Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন চক্রবর্তী, শোকস্তব্ধ শিক্ষা জগৎ

নিজস্ব সংবাদদাতা: বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন– ‘তাঁর মৃত্যুতে শিক্ষা জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি স্বপন কুমার চক্রবর্তীর পরিবার পরিজন ও অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

- Sponsored -

ইংরেজি সাহিত্যের জনপ্রিয় অধ্যাপক-গবেষক স্বপন চক্রবর্তী জীবনভর নানা ধরনের প্রশাসনিক কাজ সামলেছেন। জাতীয় গ্রন্থাগারের ডিরেক্টর জেনারেল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দায়িত্ব, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের গুরুদায়িত্ব সামলেছিলেন এই শিক্ষাবিদ।

প্রেসিডেন্সি কলেজের স্নাতক স্বপন চক্রবর্তী স্নাতকোত্তর করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইউরোপিয় রেনেসাঁর নাটক নিয়ে গবেষণা করেছেন তিনি। আটের দশকে ইংরেজি বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমৃত্যু ছিলেন ‘সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস’-এর চেয়ারপারসন। প্রথিতযশা এই শিক্ষাবিদের মৃত্যুতে শোকের ছায়া শিক্ষা জগতে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.