Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

Top Lashkar terrorist killed in Pakistan : পাকিস্তানে খতম লস্কর-ই-তৈবা জঙ্গি আবু সইফুল্লাহ

ভারতের মাটিতে ৩টি বড় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল আবু সইফুল্লাহ। ২০০৬ সালে নাগপুরে আরএসএসের সদর দফতরে হামলায় জড়িত ছিল এই জঙ্গি।

শুভম চক্রবর্তী: পাকিস্তানেই খতম লস্কর-ই-তৈবা জঙ্গি আবু সইফুল্লাহ। লস্করের এই জঙ্গি রাজাউল্লাহ নিজামানি নামেও পরিচিত। পাকিস্তানের সিন্ধ প্রদেশের মাতলি ফালকারা চক এলাকা থেকে উদ্ধার হয়েছে সইফুল্লাহর গুলিবিদ্ধ দেহ। দীর্ঘদিন ধরে নেপালে লস্করের সংগঠন বাড়ানোর দায়িত্বে ছিল সে। নেপালে লস্কর-ই-তৈবার পুরো মডিউল পরিচালনা করত। তার প্রধান কাজ ছিল লস্করের জঙ্গি কর্মকাণ্ডের জন্য ক্যাডার এবং আর্থিক সহায়তা প্রদান করা। সেখান থেকেই ভারতের একের পর এক জঙ্গি হামলা চালায় সইফুল্লাহ।

- Sponsored -

ভারতের মাটিতে ৩টি বড় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল এই সইফুল্লাহ। ২০০১ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলাতে অভিযুক্ত ছিল এই লস্কর জঙ্গিই। এছাড়াও ২০০৫ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে যে হামলা হয়েছিল, সেই হামলাতেও যুক্ত ছিল। ২০০৬ সালে নাগপুরে আরএসএসের সদর দফতরে হামলায় মাস্টারমাইন্ড ছিল এই আবু সইফুল্লাহ।

Lashkar-e-Taiba terrorist Abu Saifullah killed

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply