রাজনীতি থেকে অব্যাহতি লক্ষ্মীরতনের! খেলার জগতে ফিরতেই সিদ্ধান্ত, মন্তব্য মমতার
নিজস্ব সংবাদদাতা: রাজনীতি থেকে অবসর চেয়ে মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্ণীরতন শুক্লা। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ক্রীড়া প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক। লক্ষ্ণীর পদত্যাগপত্র গ্রহণের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে বলে নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
লক্ষ্মীরতনের ইস্তফা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘লক্ষ্ণীরতন খুব ভালো ছেলে। পদত্যাগ করতেই পারে। ও মনে করেছে তাই পদত্যাগ করেছে। চিঠিতে ও মন্ত্রিত্ব বা দল বলে আলাদা করে কিছু বলেনি, লিখেছে সব ধরনের রাজনীতি থেকেই অব্যাহতি চাইছে। ফের খেলার জগতে ফিরে যেতেই ওর এই সিদ্ধান্ত। আমরা চাই ও খুব ভালো করে খেলুক। এর মধ্যে নেগেটিভ ভাবার কিছু নেই।’
এদিন মন্ত্রিত্ব ছাড়ার সঙ্গেই তৃণমূলের সাংগঠনিক পদ থেকেও সরে দাঁড়িয়েছেন লক্ষ্মীরতন। হাওড়া জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব ছাড়লেও বিধায়ক পদ রেখে দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার। সূত্রের খবর ফের ক্রিকেটের জগতে ফিরতেই তাঁর এই সিদ্ধান্ত।’
Comments are closed.