কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়! ‘ঘর ওয়াপসি’র জল্পনা
নিজস্ব সংবাদদাতা : মুকুল রায়ের তৃণমূলে ‘ঘর ওয়াপসি’র পর রাজ্য রাজনীতিতে ফের জল্পনা। এবার আলোচনার কেন্দ্রবিন্দু বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। শনিবার বিকেলে কুণাল ঘোষের উত্তর কলকাতার বাড়িতে গেলেন রাজীব। তবে কি পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক? রাজনৈতিক মহলের মত, তৃণমূলে ফিরতেই চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার আগে একধাপ পা বাড়ালেন তিনি।
কুণালের বাড়ি আসা প্রসঙ্গে রাজীব বলেন, ‘আমার এক আত্মীয় অসুস্থ। তাঁর বাড়িতে গিয়েছিলাম। কুণালের সঙ্গে দাদার মতো সম্পর্ক। এখানে আসি বলে কুণালদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করব ভেবেছিলাম। এক কাপ চা খেয়ে যাব। এটা সৌজন্য সাক্ষাৎ। কোনও রাজনীতির আলোচনা হয়নি। দাদা কাম বন্ধু কুণাল। রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি। শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। প্রত্যাবর্তন নিয়ে কোনও কথা হয়নি’।
অন্যদিকে কুণাল ঘোষও জানিয়েনে, ‘রাজীবের এক আত্মীয় অসুস্থ। তিনি তাঁকে দেখতে এসেছিলেন। আমাকে ফোন করে জানতে চাইলেন, আমি বাড়ি আছি কিনা। আমি বাড়ি ছিলাম, তাই তিনি এসেছেন। রাজনীতির কোনও আলোচনা হয়নি।’
— Rajib Banerjee (@RajibBanerjeeWB) June 8, 2021
বাংলার ভোটে বিপর্যয়ের কারণে যখন বিজেপি দিশেহারা ঠিক তখনই রাজীবের একটি ফেসবুক পোস্টে অস্বস্তিতে পড়ে যায় গেরুয়া শিবির। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘‘সমালোচনা তো অনেক হল… মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। আমাদের সকলের উচিত, রাজনীতির ঊর্দ্ধে উঠে ‘কোভিড’ ও ‘ইয়াস’, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।’’ তারপর আজকে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে এই সাক্ষাৎকার নতুন জল্পনার জন্ম দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল।
Comments are closed.