‘বাঁচার জন্য বিজেপির জুতো পালিশ করছে’! শুভেন্দুকে তীব্র আক্রমণ কুণালের

নিজস্ব সংবাদদাতা : ‘সারদা-নারদা কেলেঙ্কারিতে নাম রয়েছে। নিজের জেলায় ত্রিপল কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে। বাঁচার জন্য বিজেপির পায়ে গিয়ে তাদের জুতো পালিশ করছে শুভেন্দু। সিবিআইয়ের উচিত শুভেন্দুকে গ্রেফতার করা।’ শিল্পনগরী হলদিয়াতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
'বাঁচার জন্য বিজেপির জুতো পালিশ করছে'! শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের pic.twitter.com/CwnGmmiQOR
— Bengal Fast (@bengal_fast) June 27, 2021
এদিন হলদিয়ার দুর্গাচকে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হলদিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিটি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। তাঁকে কলকাতার ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিরোধী দলনেতার কেন্দ্রের হস্তক্ষেপ মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারীর দাবি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। তিনি একজন দিশাহীন বিরোধী দলনেতা।’ হলদিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিটির রক্তদান শিবিরে কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, হলদিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামানিক, কাউন্সিলর তপন নস্কর প্রমুখ।
Comments are closed.