ফের ১৬ জুন থেকে চালু হচ্ছে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস

নিজস্ব সংবাদদাতা: টানা ২৫ দিন বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। আগামী ১৬ জুন বুধবার কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে রাধিকাপুর এক্সপ্রেস। ১৭ জুন কালিয়াগঞ্জের রাধিকাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন।
উত্তর দিনাজপুর জেলা থেকে কলকাতা যাবার একমাত্র সান্ধ্যকালীন এই রাধিকাপুর এক্সপ্রেস গত ২২ মে থেকে সাময়িক বন্ধ হয়ে যায় কোভিড আবহে যাত্রী সংখ্যা অত্যন্ত কমে যাবার কারনে। শুধু রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস নয়, উত্তরবঙ্গ থেকে কলকাতামুখী একাধিক ট্রেন সাময়িক বন্ধ করা হয় যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে।
কলকাতা সমেত সমগ্র পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণের হার অনেকটা কমে আসায় আগামী ১৫ জুনের পর রাজ্যে লাগু সরকারি বিধিনিষেধ শিথিলের আশা। এই বিষয়টি মাথায় রেখে কলকাতা-রাধিকাপুর সমেত একাধিক ট্রেন পরিসেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল।
Comments are closed.