এটিএম জালিয়াতি! সুরাত ও কলকাতা থেকে ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা : এটিএম থেকে টাকা লুটের ঘটনায় চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এটিএম লুটের ঘটনায় ভিন রাজ্যের যোগসূত্র রয়েছে বলে আগেই অনুমান করেছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেই মতোই তদন্তের জাল বিছিয়ে ছিলেন তাঁরা। এটিএম জালিয়াতির ঘটনায় সুরাত থেকে মনোজ গুপ্তা ও নবীন গুপ্তা নামে দুজন এবং কলকাতা থেকে বিশ্বদীপ রাউত ও আব্দুল সাইফুল মণ্ডল নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মনোজ গুপ্তা ও নবীন গুপ্তা দুজনেরই বাড়ি নয়াদিল্লির ফতেহপুর বেরি এলাকায়। এই ঘটনার পেছনে আরও কারা জড়িত সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, বেসরকারি ব্যাঙ্ক ICICI থেকে কলকাতা পুলিশের কাছে নতুন করে এটিএম জালিয়াতির ঘটনার অভিযোগ সামনে আসে। কাশীপুর, নিউমার্কেট, যাদবপুর-সহ কয়েকটি এলাকায় ব্যাঙ্কের এটিএম থেকে এটিএম মেশিন অটুট রেখে টাকা গায়েবের ঘটনা ঘটেছিল। ১০ লাখ, ৫ লাখ করে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। মেশিনে কোথাও কোনও আঁচড়ের দাগ নেই। যা অবাক করে গোয়েন্দাদের। এরপরই তদন্তে নেমে চার জালিয়াতকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
Comments are closed.