পামেলাকাণ্ডে পুলিশের জালে রাকেশ-ঘনিষ্ঠ সুরজ

নিজস্ব সংবাদদাতা : পামেলাকাণ্ডে পুলিশের জালে আরও এক পাণ্ডা। রবিবার রাতে কলকাতার ওয়াটগঞ্জ এলাকা থেকে সুরজ কুমার শা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সেই সঙ্গে একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি রাকেশ সিংয়ের ঘনিষ্ঠ। উল্লেখ্য, মাদক পাচারকাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী প্রথম থেকেই অভিযোগ করে আসছিলেন, রাকেশ সিং তাঁকে ফাঁসাতে চাইছেন। রাকেশের নির্দেশে তাঁর গাড়িতে মাদক রেখেছিল অমৃত সিং। আর অমৃত সিংকে পালাতে সাহায্য করেছিল ধৃত সুরজ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, রাকেশের নির্দেশেই নির্দিষ্ট এক জায়গায় স্কুটি নিয়ে অপেক্ষা করছিল সুরজ। সেই স্কুটিতে চেপেই গা ঢাকা দেয় অমৃত। ধৃত সুরজকে জেরা করে অমৃতের খোঁজ পাওয়া যাবে বলে মনে করছে কলকাতা পুলিশ। সেই সঙ্গে মাদক পাচারকাণ্ডের জট খুলবে বলেও মনে করছে পুলিশ।
Comments are closed.