Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পুজোয় স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিষেবা দেবে কলকাতা পুরসভা

শোভাঞ্জন দাশগুপ্ত

পুজোর আবহে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিষেবা দিতে বদ্ধ পরিকর কলকাতা পুরসভা। আজ কলকাতা পুরসভায় স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকের পরে একথা জানান কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ-সহ বিভাগের আধিকারিকগণ। ফিরহাদ হাকিম বলেন, ‘পুজোর সময় সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে স্বাস্থ্য বিভাগের। চলবে রক্ত পরীক্ষা, অ্যাম্বুলেন্স পরিষেবা, কোভিড আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলে শববাহী গাড়ি ইত্যাদি বিভিন্ন বিষয়। পাশাপাশি চলবে রাস্তা জীবাণুমুক্তকরণের বিশেষ কাজও।’

- Sponsored -

এর আগে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়েছে জীবাণুমক্তকরণের জন্য। আরও একটি নতুন যন্ত্র পুজোর আগেই আসবে কলকাতা পুরসভার হাতে। পুজোর বিশেষ গাইড বুকেরও আজকে উদ্বোধন করেন তিনি। কলকাতায় ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে তিনি বলেন, ‘মানুষ জীবিকার প্রয়োজনে রাস্তায় বের হচ্ছে, অর্থনীতির ওপর চাপ বাড়ছে এমন অবস্থায় মানুষের না বেরিয়ে উপায় নেই। কিন্তু মানুষের সচেতনতার অভাবের জন্য এটা বাড়ছে।’

পাশাপাশি আজকে কলকাতা হাইকোর্টে পুজো বন্ধ নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছে সে বিষয়ে তিনি বলেন, ‘দুর্গাপুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে আছে নিশ্চয় এ ব্যাপারটা মাথায় রাখবেন মহামান্য আদালত। রাজ্য সরকার অত্যন্ত সাবধানতা অবলম্বন করছেন এ ব্যাপারে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.