শুরু ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’, দৃষ্টান্ত কলকাতা পুরসভার
নিজস্ব সংবাদদাতা : নয়া দৃষ্টান্ত কলকাতা পুরসভার। ‘বাড়ির দরজায় কোভিড টেস্টিং’ চালু করে দেশের মধ্যে নজির গড়ল কেএমসি। শনিবারই কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ঘোষণা করেন ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি। নিজস্ব হোয়াটঅ্যাপ নম্বর ৯৮৩০০৩৭৪৯৩-এ ক্লাবের নাম, ঠিকানা ও ফোন নম্বর দেওয়ার কথা জানান তিনি। কোনও বহুতল বাড়ির চত্বর, স্থানীয় ক্লাব অথবা কমিউনিটি সেন্টারে এই পরীক্ষা করা যেতে পারে। একটি নির্দিষ্ট দিনে গাড়ি পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানায় করোনা পরীক্ষা করানো হবে বলে জানান ফিরহাদ হাকিম। শনিবারের ঘোষণার ঠিক একদিন পরে তা রূপায়ণও হল।
কলকাতা পুর এলাকার উমাকান্ত সেন লেনের সূর্যকিরণ আবাসনের বাসিন্দাদের এদিন করোনা পরীক্ষা করা হল। আবাসনের মোট ৬৪ জনের অ্যান্টিজেন পরীক্ষা হয়। মাত্র ৩০ মিনিটের মধ্যেই পরীক্ষার রিপোর্টও হাতে পেয়ে যান আবাসিকরা। পাশাপাশি প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ আসে।
তৃণমূল সাংসদ ডা. শান্তনু সেন বলেন, ‘আবাসনে ৩০০ মানুষ রয়েছেন। প্রাথমিক পর্বে ৬৪ জনের অ্যান্টিজেন টেস্ট হয়। উপসর্গ থাকা সত্ত্বেও কারও রিপোর্ট নেগেটিভ আসলে তাঁর লালারস সংগ্রহ করে আরটি পিসিআর পরীক্ষার জন্য পাঠানো হবে। পজিটিভ হওয়া বাসিন্দাদের নিয়ম মেনে হয় হোম আইসোলেশন কিংবা সেফ হোমে পাঠানো হবে। প্রয়োজনে করোনা আক্রান্তদের হাসপাতালেও ভর্তি করা হতে পারে।’
করোনা অ্যান্টিজেন পরীক্ষার পাশাপাশি শহরবাসীর ‘মেডিকেল হিস্ট্রি’ সংগ্রহ করে একটি ডেটাবেস তৈরিও করছে কলকাতা পুরসভা। করোনা আক্রান্ত ব্যাক্তি আগে কোনও বড় রোগের শিকার হয়েছিলেন কিনা সে বিষয়ে তথ্য রাখবে পুরসভা। যাতে আগামী দিনে শহরে চিকিৎসাজনিত পরিষেবার উন্নতিতে বিশেষ নজর দেওয়া যায়।
Comments are closed.