Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আজ আইপিএলে লড়াই শুরু কলকাতার, কেমন হবে দল নির্বাচন? দেখে নিন

সৌরভ রায়

সবশেষে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলা হয়ে গেছে চেন্নাইয়ের। একটি করে ম্যাচ খেলা হয়ে গেছে অন্যান্যদেরও। তবে আজ, বুধবার আবুধাবিতে ত্রয়োদশ আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। যদিও প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে ব্যাকফুটে রোহিতের দল।

আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৯ বার জিতেছে মুম্বই। ছ’বার কেকেআর। বিপক্ষে লাসিথ মালিঙ্গা না থাকলেও যশপ্রীত বুমরার ইয়র্কার ও ট্রেন্ট বোল্টের সুইং সামলাতে হবে। তৈরি থাকতে হবে রোহিত শর্মা ও কুইন্টন ডি’ককের আগ্রাসী ওপেনিং জুটির বিরুদ্ধে। মাঝের ওভারে কায়রন পোলার্ডের তাণ্ডবের হাত থেকেও বাঁচতে হবে। নাইট শিবির যদিও বিপক্ষের শক্তি নিয়ে ভাবতে নারাজ। দীনেশ কার্তিকরা নিজেদের পরিকল্পনার উপরেই বেশি জোর দিতে চাইছেন।

- Sponsored -

নাইটদের ব্যাটিং অর্ডারে এদিন বেশ কিছু চমক থাকতে পারে। দুই ওপেনার হিসেবে থাকছেন শুভমন গিল ও সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিয়ান নারাইনকে গত কয়েক বছর ধরেই শুরুতে পাঠাচ্ছে কেকেআর। ম্যাচের আগের দিন ‘ভার্চুয়াল’সাংবাদিক বৈঠকে কার্তিক বলে দিলেন, ‘‘নারাইন-শুভমনের ওপেনিং জুটি সত্যি অভিনব হতে যাচ্ছে। ওরাই এ বার আমাদের ওপেনার। আমি নিজে ওদের ওপেনিং জুটি নিয়ে বেশ উত্তেজিত।”

প্রথম ম্যাচে দেখা গিয়েছে আবুধাবির পিচে সাহায্য পেয়েছেন স্পিনাররা। নাইট শিবিরও হয়তো দুই স্পিনার নিয়ে নামতে চলেছে। নাইটদের কোচ ব্রেন্ডন ম্যাকালাম যদিও মনে করেন, ‘‘আবুধাবির পিচ ও পরিবেশ অনেকটা ইডেনের মতো। উইকেটে হাল্কা ঘাস রয়েছে। এই পিচে কিন্তু ফারাক গড়ে দিতে পারে প্যাট কামিন্স।” প্রথম ম্যাচে কোনও পরীক্ষার মধ্যে যেতে চায় না কেকেআর। তাই নারাইন, রাসেল, কামিন্স ও মর্গ্যান— এই চার জন বিদেশিকেই খেলাচ্ছে তারা। কামিন্সের সঙ্গী হিসেবে কাকে দেখা যাবে তা নিয়ে প্রশ্ন থাকছে। কার্তিক বলে গেলেন, ‘‘আমাদের ভারতীয় পেস বিভাগ প্রচণ্ড শক্তিশালী। ম্যাচের দিনই ঠিক করব, কামিন্সের সঙ্গী কে হবে।”

অধিনায়ক কার্তিকের সঙ্গে কেকেআরে এবারে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান। রাসেলের সঙ্গে মর্গ্যান থাকায় আরও একজন ফিনিশার পেয়ে গেল নাইট শিবির। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক কি নিজে ফিনিশারের ভূমিকা পালন করতে চান? মর্গ্যানের জবাব, ‘‘দল চাইলে অবশ্যই ফিনিশারের ভূমিকায় আমি থাকব। আবুধাবির পিচ দেখে অনেকটা ইংল্যান্ডের পরিবেশের কথা মনে পড়ছে। আমার মানিয়ে নিতে সমস্যা হবে না।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.