Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

অপ্রতিরোধ্য রাজস্থানের মরুঝড় থামিয়ে দুরন্ত নাইটরা

অমিয় রায়

শুভমান গিল, শিবম মাভি এবং কমলেশ নাগারকোটির নায়কোচিত পারফরম্যান্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ রানের দুর্দান্ত জয় পেল দীনেশ কার্তিকের দল। এক ধাক্কায় লিগ তালিকার অনেকটা ওপরে উঠে এল কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যানরা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে মনে করা হয়। বল গ্রিপ করতে সমস্যায় পড়তে পারতেন বোলাররা। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ।

- Sponsored -

আগে ব্যাট করতে নেমে কেকেআরের শুরুটা ভালো হয়। ওপেনার শুভমান গিল ও সুনীল নারিনের মধ্যে ৩৬ রানের পার্টনারশিপ হয়। ১৫ রান করে আউট হন নারিন। ৪৭ রান করে সাজঘরে ফেরার আগে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান শুভমান গিল। ১৭ বলে ২২ রান করেন নীতীশ রানা। ১৪ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান আন্দ্রে রাসেল। তিনটি ছয় দিয়ে শুরু করেও থেমে যায় ক্যারিবিয়ান ঝড়। শেষের দিকে কেকেআরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে কলকাতাকে তিনি ১৭৪ পর্যন্ত পৌঁছে দেন। ৬ উইকেট হারিয়ে এই স্কোরে পৌঁছয় শাহরুখ খানের দল।

কেকেআরের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আউট হন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ (৩)। ২১ রান করে আউট হন ওপেনার জোস বাটলার। এরপর রাজস্থানের ব্যাটিংয়ে ধস নামে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে আটকে যায় স্টিভ স্মিথদের ইনিংস। রাজস্থানের হয়ে সর্বাধিক ৫৪ রান করেন টম কারান।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.