Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বেস্ট ফিনিশার নয়, তবে উড়ন্ত ধোনিতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব! জয়ী কেকেআর

অমিয় রায়

আইপিএল ২০২০-তে এ বছর ব্যাট হাতে ফর্মে নেই ধোনি। তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে বারেবারেই সমালোচনা হচ্ছে। এবার নাইট রাইডার্সের বিরুদ্ধে জেতা ম্যাচ হারিয়ে এলেন চেন্নাই অধিনায়ক। ১৭ তম ওভারের তৃতীয় বলে বরুণ চক্রবর্তীর ডেলিভারিতে এদিন উইকেট দিয়ে আসেন ধোনি। বড় শট হাঁকাতে গিয়ে বরুণের শিকার হয়ে ধোনি ১১ রানে সাজঘরে ফেরেন। কেকেআর ম্যাচে ধোনি যখন আউট হয়েছেন তখন ম্যাচ জেতার জন্যে চেন্নাইয়ের ২২ বলে ৩৯ রান প্রয়োজন। দেশের জার্সি হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, এমন কঠিন পরিস্থিতিতে শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যেতে পছন্দ করেন ধোনি। সেখানে এদিন স্নায়ুর চাপ হারিয়ে বরুণের বলে ধোনি মিস হিট করতে, মাহির স্টাম্প উপড়ে যায়। যে ছবি দেখার পর ৩৯ ঊর্ধ্ব ধোনির ফিনিশার রোল ও তাঁর ম্যাচ ফিনিশ করে আসার বর্তমান টেম্পারমেন্ট নিয়ে প্রশ্ন উঠে গেল।

- Sponsored -

ব্যাটিং ব্যর্থতা কিংবা চেন্নাই জেতা ম্যাচে হারলেও, কেকেআরের বিরুদ্ধে উড়ন্ত ধোনির দুরন্ত ক্যাচে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। চলতি বছরের জুলাইয়ে ৩৯ পার করেছেন। ফলে ব্যাটিং থেকে ফিল্ডিংয়ে ক্ষিপ্রতা কমেছে বলে নিন্দুকরা মন্তব্য করলেও একটি ক্যাচেই এদিন সব সমালোচনা মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ধোনি। ভিডিওতে ধরা পড়েছে নাইট পেসার মাভি ক্রিজে আসতে, ব্র্যাভোকে বল হোয়াইড লাইনের পাশে করতে বলেন ধোনি। এরপরই ব্র্যাভোর বলে খোঁচা দিয়ে বসেন মাভি। ডানহাতে ঝাঁপিয়ে উড়ন্ত ধোনি দ্বিতীয় চেষ্টায় সেই ক্যাচটি সম্পূর্ণ করেন।

উল্লেখ্য ১৬৭ রানের পুঁজি নিয়ে লড়তে নেমে চেন্নাইকে ১৫৭ রানে বেঁধে রেখে দুরন্ত জয় নাইটদের। চেন্নাইকে ১০ রানে হারাল কেকেআর। ওয়াটসনের ব্যাটে ম্যাচে একসময় আধিপত্য রেখে জাঁকিয়ে বসেছিল চেন্নাই। এরপরই নাইটদের হয়ে ম্যাচ ঘোরান সুনীল নারিন। ১৪তম ওভারে ওয়াটসনকে এলবিডব্লু করতেই কেকেআর ম্যাচে ফেরে। ৫০ রান করলেও দিনের শেষে ওয়াটসনের ইনিংস এদিন দাম পায়নি। বরুণ চক্রবর্তীর স্পিন ভেল্কিতে বড় শটের ঝুঁকি নিয়ে গিয়ে ১১ রানে ধোনি আউট হয়ে ফেরেন। বাকি সময়টা ক্রমশ আস্কিং রেট বাড়িয়ে চাপ তৈরি করে শেষ পর্যন্ত ১০ রানে জয় নাইট রাইডার্সের। ব্যাটে জ্বলে উঠতে না পারলেও বল হাতে ৪ ওভারে ৩০ রান খরচে নারিন ১ উইকেট পেয়ে দলকে দারুণ একটা জয় এনে দিলেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.