নীতিশ-নারিন-বরুণের তাণ্ডবে ধরাশায়ী দিল্লি, ৫৯ রানে জয় কলকাতার
অমিয় রায়
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত জয়। নীতিশ রানা-সুনীল নারিন-বরুণ চক্রবর্তী এই নাইট ত্রয়ীর অবিশ্বাস্য পারফরম্যান্সের উপর ভর করেই ৫৯ রানে দিল্লি জয় করল কলকাতা। নীতিশের ৮১, সুনীলের ৬৪ রান এবং বরুণের বল হাতে ৫ উইকেট আইপিএলে কলকাতাকে লড়াইয়ে রাখল।
Strike Rate: 200 ✅
Most sixes ✅It was quite SUNNY in Abu Dhabi tonight! 😉#KKRHaiTaiyaar #Dream11IPL #KKRvDC pic.twitter.com/YBPHFOlvDF
— KolkataKnightRiders (@KKRiders) October 24, 2020
টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠায় দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা ভালই করেছিল দিল্লির দুই বোলার রাবাডা আর নর্ৎজে। শুবমান গিল (৯), রাহুল ত্রিপাঠি (১৩) এবং দীনেশ কার্তিককে (৩) পরপর আউট করে ম্যাচ জমিয়ে দেন দিল্লির বোলাররা। শুবমান গিল ও রাহুল ত্রিপাঠির উইকেট নেন নর্ৎজে এবং কার্তিকের উইকেট নেন রাবাডা। দিল্লির রাবাডা-নর্ৎজের তাণ্ডবে তখন কলকাতার রান ৩ উইকেটে ৪২। এরপরই ম্যাচের হাল ধরেন নীতিশ রানা। তাঁকে যোগ্য সঙ্গত দেন সুনীল নারিন। শুরু থেকে ম্যাচ ধরে রেখে ৫৩ বলে ৮১ রানের সাজানো ইনিংস খেলেন রানা। ইনিংসে ১৩টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৫২.৮৩। পাশাপাশি ৩২ বলে ৬টি চার ও ৪টি ছয়ে ৬৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সুনীল নারিন। সুনীল-নীতিশ জুটি ৫৬ বলে ১১৫ রান যোগ করেন। ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কলকাতা নাইট রাইডার্স।
4️⃣-0️⃣-2️⃣0️⃣-5️⃣#VarunChakravarthy, Neruppu da! 🔥 #KKRHaiTaiyaar #Dream11IPL #KKRvDC pic.twitter.com/AJPDoIKgl4
— KolkataKnightRiders (@KKRiders) October 24, 2020
১৯৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে নামলে প্রথমেই অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন প্যাট কামিন্স। ম্যাচে মোট ৩ উইকেট নিয়েছেন কামিন্স। এরপরই দিল্লির ব্যাটসম্যানদের নিয়ে কার্যত খেলা করলেন কলকাতার মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। একে একে তুলে নেন দিল্লির শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিমরন হেটমেয়ার, মার্কাস স্ট্রয়নিস, অক্ষর প্যাটেলের উইকেট। ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন বরুণ চক্রবর্তী। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন শ্রেয়স আইয়ার, ৩৮ বলে ৪৭ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৫ রানে শেষ হয় দিল্লির ইনিংস।
Comments are closed.