Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নতুন তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে পিছিয়ে গেল ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)৷ নভেম্বরের বদলে উৎসব হবে ২০২১ সালের জানুয়ারি মাসে৷ বৃহস্পতিবার ট্যুইট করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০-তে চলচ্চিত্র উৎসব শুরুর কথা ছিল ৫ নভেম্বর, বৃহস্পতিবার থেকে। আর শেষ হওয়ার দিন ছিল ১২ নভেম্বর, বৃহস্পতিবারে।

- Sponsored -

রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক। প্রায় প্রতিটি দিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এমতাবস্থায় কলকাতা হাইকোর্টও বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় রাশ টানতে বাধ্য হয়েছেন। এবছরের দুর্গাপুজো দর্শকশূন্য করার নির্দেশ-সহ একাধিক বিধিনিষেধ জারি করে কলকাতা হাইকোর্ট। তাই সবদিক বিবেচনা করে রাজ্য সরকার চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ বদল করের আগামী বছরের শুরুতেই নিয়ে গেল।

ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘করোনা আবহে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্টেক হোল্ডার ও সিনেমাপ্রেমীদের জানানো হচ্ছে যে চলচ্চিত্র উৎসবের দিন পিছিয়ে দেওয়া হল৷ আন্তর্জাতিক ফিল্ম জগতের মানুষেরাও এই সিদ্ধান্তকেই সমর্থন করেছেন৷ এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি৷ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত৷’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.