Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনা নিয়ে স্মারক ডাক প্রকাশের ঐতিহাসিক পদক্ষেপ ডাক বিভাগের

নিজস্ব সংবাদদাতা : অতিমারীকে স্মরণীয় করে রাখতে ডাকটিকিট, স্পেশ্যাল কভার, ক্যানসেলেশন স্ট্যাম্প প্রকাশ করছে ভারতীয় ডাকবিভাগ। যাতে সম্মান জানানো হচ্ছে বাংলার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, পুরকর্মী, ডাককর্মী-সহ কোভিডযুদ্ধে নামা সবাইকেই। শনিবার স্বাধীনতা দিবসের দিন আনুষ্ঠানিকভাবে জিপিও’র রোটান্ডায় এই তিন স্মারকের উদ্বোধন। এক হাজার কপি স্পেশ্যাল কভার ছাপানো হচ্ছে। জিপিও থেকে ২০ টাকার বিনিময়ে যে কেউ এই কভার সংগ্রহ করতে পারবেন। অনলাইনে যাতে পাওয়া যায় তারও ব্যবস্থা হচ্ছে।

- Sponsored -

১৫ অগস্ট স্পেশ্যাল কভার প্রকাশ করার রেওয়াজ নতুন কিছু নয়। কিন্তু এবারের ৭৪তম স্বাধীনতা দিবস একেবারেই অন্যরকম। গোটা দেশের সঙ্গে বাংলাও প্রাণপণ লড়ছে কোভিডের বিরুদ্ধে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুরকর্মী, সরকারি অফিসার এমনকী ডাকবিভাগের কর্মীরাও নিজেদের জীবন বাজি রেখে অতিমারীর মোকাবিলায় নেমেছেন। এই লড়াইকে স্মরণীয় করে রাখার জন্যই এবার অন্যপথে হাঁটা। কভারে পিপিই পরা ডাক্তারের ছবি, মাইকিং করা পুলিশের ছবি, পার্সেল পৌঁছে দেওয়া ডাককর্মীর ছবি থাকছে। ডাক্তারদের লড়াইকে এইভাবে কুর্নিশ জানানোর জন্য ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন একাধিক চিকিৎসক সংগঠন। এটা ঐতিহাসিক পদক্ষেপ। একশো বছরে এমন অতিমারী একবার আসে। এই ডাকটিকিট সংগ্রহ করার মতো, দাবি করছেন ডাকটিকিট সংগ্রাহকরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.