Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সিরাজে মুগ্ধ বিরাট! লজ্জার কেকে হার

অমিয় রায়

৮ উইকেটে দুরমুশ হওয়ার পাশাপাশি একাধিক লজ্জার রেকর্ড সঙ্গী হল নাইটদের। কুড়ি ওভারে ৮৪-৮ আইপিএলের ইতিহাসে অলআউট না হয়ে সর্বনিম্ন স্কোর। এর আগেরটা ছিল ডারবানে। অন্যদিকে তিন ওভার, দুই মেডেন, দুই রান, তিন উইকেট! আইপিএলের ইতিহাসে এমন বিধ্বংসী প্রথম স্পেল আর কখনও দেখা যায়নি। আরসিবি-র মহম্মদ সিরাজ শেষ করলেন ৪-২-৮-৩ হিসাব নিয়ে। সারা জীবনের সংগ্রহশালায় রেখে দেওয়ার মতো একটা ছবি দেখা গেল ম্যাচের পরে। সিরাজকে নিয়ে আপ্লুত আরসিবি ক্রিকেটাররা। গতকালের ম্যাচের পর কার্যত ভারত অধিনায়ক বিরাট কোহলি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন সামনে অস্ট্রেলিয়া সফরে তাঁর বাজি সিরাজ।

- Sponsored -

৮৫ রানের সহজ টার্গেট নিয়ে এদিন ব্যাটিং করতে নেমে ধীরগতিতে খেলা চালিয়ে যায় আরসিবি। ১৩ ওভার ৩ বলেই ২ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে বিরাটরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.