Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দীনেশ কার্তিকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নাইট সমর্থকরা

অমিয় রায়

চলতি আইপিএলের মাঝপথেই কি বদলে যাবে নাইট অধিনায়ক? সেই নিয়ে এখন জোর জল্পনা কেকেআরের পরিবারে। মরশুমের প্রথম চার ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়, দুটিতে হার। আর বিশেষ করে নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নাইট সমর্থকরা। চলতি আইপিএলে শেষ চার ম্যাচে কার্তিকের ব্যাটে রানের পরিসংখ্যান ৩০, ০, ১ ও ৬। ফেসবুক, ট্যুইটারে চোখ রাখলেই দেখা যাচ্ছে, কেকেআর ম্যানেজমেন্টের কাছে সমর্থকরা একটাই দাবি জানাচ্ছেন, কার্তিককে সরিয়ে বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে অধিনায়ক করা হোক। শনিবার দিল্লির কাছে হারের পর রাত থেকে ট্যুইটার ট্রেন্ডিংয়ে উপরের দিকে একটাই লেখা- #NotMyCaptain।

- Sponsored -

আসলে দীনেশ কার্তিকের পারফরম্যান্স নিয়ে গত মরশুমেও বিস্তর প্রশ্ন উঠেছিল। ভাল টিম থাকা সত্বেও নাইটরা গতবছর প্লে-অফে যেতে পারেনি। সেটা ঠিক মেনে নিতে পারছিলেন না সমর্থকরা। এবছর দল আরও শক্তিশালী হয়েছে। কিন্তু খেলার মাঠে কোনও পরিবর্তন হয়নি। বারবার মনে হচ্ছে, দল হিসেবে নিজেদের সেরাটা দিতে পারছে না কেকেআর। আর ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এরজন্য দায়ী ভুলভাল দল নির্বাচন এবং অবশ্যই ভুল ব্যাটিং লাইন-আপ। শনিবার দিল্লি ম্যাচে ইয়ন মর্গ্যান যখন ব্যাট করতে নামলেন তখন ওভারে ১৫ রানের বেশি প্রয়োজন। একইভাবে রাহুল ত্রিপাঠি, যিনি কিনা একজন ওপেনার তাঁকে নামানো হল ৮ নম্বরে। প্যাট কামিন্সেরও পরে। ফল যা হওয়ার হল, প্রাণপণ চেষ্টা করেও শেষপর্যন্ত হেরে মাঠ ছাড়তে হল নাইটদের। তাই বিশেষজ্ঞরা বলছেন, এখন দীনেশ কার্তিকের বদল শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.