দুরন্ত হিটম্যান, পোলার্ড-হার্দিক তাণ্ডবে শীর্ষে মুম্বই
অমিয় রায়
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পঞ্জাব। প্রথমে ব্যাটে নেমে ৪৫ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত শর্মা। আটটি চার ও তিনটি ছয় মারেন তিনি। একইসঙ্গে আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেন হিটম্যান। ইনিংসের মাঝে রান রেট কিছুটা পড়ে গেলেও, শেষের দিকে তা পূরণ করে দেন মুম্বই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। ২০ বলে ৪৭ রান করেন পোলার্ড। তিনটি চার ও চারটি ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তিনটি চার ও দুটি ছক্কা সহ ১১ বলে ৩০ রান করেন পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।
জবাবে ব্যাট করতে নেমে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল করে কিংস ইলেভেন পঞ্জাব। ওপেনার কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়ালের মধ্যে ৩৮ রানের পার্টনারশিপ হয়। ২৫ রান করে আউট হন মায়াঙ্ক। ১৭ রান করেন রাহুল। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নিকোলাস পুরান। বাকি সব ব্যাটসম্যানই ব্যর্থ হন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি কিংস।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার প্রথম স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স।
Comments are closed.