হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কপিল দেব

অমিয় রায়
ভক্তকুলকে স্বস্তি দিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব। সপ্তমীতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হরিয়ানা হ্যারিকেন। সেখানে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন ডাঃ অতুল মাথুর। নবমীতেই আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কপিল।
Dr Atul Mathur did Kapil paji angioplasty. He is fine and discharged. Pic of @therealkapildev on time of discharge from hospital. pic.twitter.com/NCV4bux6Ea
— Chetan Sharma (@chetans1987) October 25, 2020
এদিন কপিল দেবের বাড়ি ফেরার খবর ট্যুইট করে জানান আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মা। ট্যুইটারে চেতন লেখেন, ‘ডাঃ অতুল মাথুর কপিলজির অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার মুহূর্তের ছবি এটি।’
সর্বকালের সেরা এই অলরাউন্ডারের হাত ধরেই ১৯৮৩ সালে বিশ্বকাপ জয় করে ভারত। কপিল দেবের ঝুলিতে ১৩১টি টেস্টে ৪৩৪টি উইকেট এবং ২২৫টি একদিনের ম্যাচে ২৫৩টি উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটে রান করেছেন ৫ হাজার ২৫৮ রান। পাশাপাশি একদিনের ক্রিকেটে ৩ হাজার ৭৮৩ রানের অধিকারী ভারতের সর্বকালের সেরা এই অলরাউন্ডার।
Comments are closed.