ব্যাটে নয়, জন্মদিনে সুরের জাদুতে সমর্থকদের মুগ্ধ করলেন উইলিয়ামসন
বেঙ্গল ফাস্ট : শনিবার ৩০ বছরে পা দিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। আর জন্মদিনে সামনে এল তাঁর অন্য এক গুণ। ব্যাট নয়, গিটার হাতে দেখা গেল কিউয়ি ক্যাপ্টেনকে। যা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা।
Happy birthday, Kane Williamson – smooth with the bat, smooth with the bat guitar 🎸 😍 pic.twitter.com/cx1b7tTodt
— ICC (@ICC) August 8, 2020
এদিন আইসিসি-র (ICC) পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় কেন উইলিয়ামসনকে। ট্যুইটারে লেখা হয়, ‘শুভ জন্মদিন কেন উইলিয়ামসন। ব্যাট এবং গিটার যা-ই দিয়ে দেওয়া হোক না, সব কিছুরই সুন্দর ব্যবহার করতে পারেন আপনি।’আর ভিডিওতে উইলিয়ামসনকে দুর্দান্ত গিটার বাজাতেও দেখা যায়। শুধু আইসিসি নয়, আইপিএলে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদের তরফ থেকেও জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকায় ব্যাট হাতে নামেননি কেন উইলিয়ামসনও। তবে আসন্ন আইপিএলে অংশ নেবেন তিনি। ফের একবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে তাঁকে।
Comments are closed.