‘কমলা জঘন্য, স্বার্থপর ও ভয়ংকর’, বিতর্কে ট্রাম্প
বেঙ্গল ফাস্ট : বিতর্ক তাঁকে পিছু হটে না। বা বিতর্ক ছাড়া তিনি চলতে পারেন না আরও একবার বোঝালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটারদের মন পেতে এক সভায় ট্রাম্প বলেন, “কমলা জঘন্য, স্বার্থপর ও ভয়ংকর। তিনি প্রায়ই মিথ্যে কথা বলেন। তাঁর উদ্দেশ্য হচ্ছে কর বাড়ানো ও আপনাদের স্বাস্থ্য পরিষেবা কেড়ে নেওয়া।”ব্যাস, সমালোচনার জটে ট্রাম্প। মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসকে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ভারতীয় বংশোদ্ভূত তথা রাজনৈতিক বিচক্ষণতার জন্য হ্যারিসের সুনাম রয়েছে। এছাড়া চুলচেরা বিশ্লেষণ বলেছে, কৃষ্ণাঙ্গ ভোটব্যাঙ্ক হ্যারিসের দিকেই ঝুঁকে। তবে, তিনি যখন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন ও সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে কাজ করছিলেন তখন তাঁর কিছু সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন আমেরিকান কৃষ্ণাঙ্গরা। যদিও সেই ভাঙন কিছুটা রোধ করতে পেরেছেন কমলা বলেই মনে করছেন অনেকে।
ফলে, ক্যালিফর্নিয়া থেকে সেনেটে নির্বাচিত কমলাকে বেছে দক্ষিণপন্থী রিপাবলিকানদের মোক্ষম জবাব দিয়েছেন জো বিডেন। আর তাতেই চাপে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে কমলা হ্যারিসকে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেও ভোটের আগে যথেষ্ট বেকায়দায় মার্কিন প্রেসিডেন্ট।
Comments are closed.