করোনা আতঙ্ক কাটিয়ে ক্রিকেটার গড়ার প্রশিক্ষণ শুরু কল্যাণ ঘোষালের
সৌরভ রায়
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকলেও, আবারও অনুশীলন শুরু হচ্ছে বালি ক্রিকেট অ্যাকাডেমিতে। ক্রিকেটারদের থার্মাল স্ক্যানিং করে, স্যানিটাইজিংয়ের পরে করানো হবে অনুশীলন। ৬ দূরত্ব বজায় রেখে, ছোট-ছোট দলে ভাগ করে অনুশীলন করানোর পরিকল্পনা রয়েছে কোচ তথা অ্যাকাডেমির মালিক কল্যাণ ঘোষালের। ১৯৯১ সালে তৈরি হয় বালি ক্রিকেট অ্যাকাডেমি। নিজের অ্যাকাডেমিতে ক্রিকেটার গড়ার কারিগর হয়ে উঠেছেন কল্যাণ ঘোষাল। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন বাংলার অনেক ক্রিকেটার। লক্ষ্মীরতন শুক্লা, রবিকান্ত সিং, শ্রীবৎস গোস্বামী, দীপক প্রসাদ, অভিষেক মিশ্রা-সহ অনেককে। নিজের অ্যাকাডেমি ছাড়াও খিদিরপুর, শিবপুর, টাউন, মোহনবাগান, রাজস্থান ক্লাবের মতো একাধিক ক্লাবে প্রশিক্ষণ করিয়েছেন কল্যাণবাবু।
করোনা পরিস্থিতির পর ক্রিকেটের ভবিষ্যৎ খুবই জটিল। সামাজিক দূরত্ববিধি মেনে প্রশিক্ষণ শুরু হলেও, আগের মতো প্রশিক্ষণ দেওয়া কবে থেকে সম্ভব হবে তাই নিয়ে সন্দিহান এই তারকা কোচ। অন্যান্য ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজের ছেলে কৌস্তভকেও প্রশিক্ষণ দিচ্ছেন। ছেলেকে আগামী দিনের তারকা ক্রিকেটার গড়ে তুলতে চান তিনি।
Comments are closed.