Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কালকা মেল এবার থেকে ‘নেতাজি এক্সপ্রেস’! সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ রেলের

নিজস্ব সংবাদদাতা: ঐতিহাসিক কালকা মেল এবার থেকে নেতাজি এক্সপ্রেস। ২৩ জানুয়ারির প্রাক্কালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল। ১৯৪১ সালে কলকাতার বাড়ি থেকে ব্রিটিশের নজরবন্দি এড়িয়ে পালানোর সময় তৎকালীন বিহারের গোমো থেকে কালকা মেল ধরেছিলেন নেতাজি। গোমো স্টেশনটি বর্তমানে ঝাড়খণ্ডে। আগামী ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনের প্রাক্কালেই রেলের এই ঘোষণা।

এদিন কালকা মেলের নামবদলের কথা ঘোষণা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি লেখেন, ” নেতাজির পরাক্রম স্বাধনীতা ও উন্নয়নের এক্সপ্রেসে রেখেছিল ভারতকে। ১২৩১১/১২৩২২ হাওড়া কালকা মেলকে নেতাজি এক্সপ্রেস হিসেবে ঘোষণা করে রেল গর্বিত।”

- Sponsored -

মঙ্গলবারই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, এবার থেকে ২৩ জানুয়ারি ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজির অবদানের কথা স্মরণ করে তাঁর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.