কবিতা সিংহ : ৯০তম জন্মদিনে
সৌরভ সেন
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী কণ্ঠস্বর। তাঁর সমগ্র সত্তায়, যাবতীয় লেখায় রয়েছে এক প্রখর ব্যক্তি-অধিকারবোধ, যার উত্তরণ নারীর উচ্চকণ্ঠে, নারীর সংঘর্ষে, নারীর পূর্ণতায়।
কবিতা সিংহ। জন্ম ১৬ অক্টোবর ১৯৩১, মৃত্যু ১৭ অক্টোবর ১৯৯৮। জন্ম ও মৃত্যুদিনের সন্ধিক্ষণে তাঁকে এই স্মরণ। একাধারে ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, সাংবাদিক এবং কর্মসূত্রে অল ইন্ডিয়া রেডিও-র ‘বেঙ্গলি টকস্’-এর প্রযোজক। ক্রমে কেন্দ্র-অধিকর্তা হয়েছেন। বেতারে উচ্চতর কুশলতার লক্ষ্যে ১৯৭৯-তে পূর্ব জার্মানি যান। ১৯৮১ সালে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে লেখক-কর্মশালা’র আন্তর্জাতিক সম্মেলনে চার মাসের জন্য নির্বাচিত হন। ১৯৮৬-তে পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় ভারতীয় লেখক হিসেবে যোগ দেন। কৃষ্ণাঙ্গ মহিলা লেখকদের উপর গবেষণার জন্য বহুবার বিদেশ যান। বেশ ক’টি উল্লেখযোগ্য সাহিত্য-পুরস্কারও পেয়েছিলেন তিনি।
তাঁর লেখালিখি নিয়ে পাঠকের কৌতূহল আজও অটুট। তাঁর কবিতা, তাঁর গদ্যসম্ভার নিয়ে বেশ কিছু গবেষণাও হয়েছে। নবীনতার দ্যোতক তাঁর লেখা। তাঁর কলমের অভিমুখ ছিল সতত-ই আগামীর দিকে।
কবিতা সিংহের বয়স ১০০ হতে বাকি আর মোটে দশটি বছর। আসন্ন সময়কালে তিনি এবং তাঁর রচনারাজি নতুন এক মাত্রায় উদ্ভাসিত হয়ে উঠবেন/উঠবে, তন্নিষ্ট পাঠকবর্গ তাঁকে নতুন ভাবে আবিষ্কার করবে, এমনটাই প্রতীত।
Comments are closed.