নারদ মামলায় শুনানির আগেই অব্যাহতি বিচারপতির! সুপ্রিম কোর্টে নতুন বেঞ্চে শুনানি আজই
নিজস্ব সংবাদদাতা : নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলায় সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করলেও তাঁর হলফনামা জমা নেয়নি কলকাতা হাইকোর্ট। গত ১০ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা নিতে অস্বীকার করে কলকাতা হাইকোর্ট। সেই বিষয়টিকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
মঙ্গলবার সর্বোচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চে মুখ্যমন্ত্রীর আবেদনের শুনানির কথা ছিল। ওই বেঞ্চে ছিলেন বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। এদিকে বিচারপতি অনিরুদ্ধ বসু নারদ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন। এর পরেই হেমন্ত গুপ্ত মামলাটি অন্য বেঞ্চে সরানোর জন্য আবেদন করেন। প্রধান বিচারপতি এনভি রামানার কাছে এই আবেদন করেন তিনি। বিচারপতি অনিরুদ্ধ বসু অব্যাহতি নিলেও নতুন বেঞ্চ গঠন করল শীর্ষ আদালত। গড়া হল বিচারপতি বিনীত সরন আর দীনেশ মাহেশ্বরীকে নিয়ে বেঞ্চ। নতুন বেঞ্চেই আজ হবে নারদ মামলার শুনানি।
Comments are closed.