Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

এবার কি রাজস্থান রয়্যালসের অধিনায়ক পরিবর্তন হবে?

অমিয় রায়

আইপিএলের মাঝপথেই অধিনায়ক পদ থেকে দীনেশ কার্তিককে সরিয়ে ইয়ান মর্গানকে অধিনায়ক করেছে কেকেআর। এবার কি একই ভাবে অধিনায়ক বদলে যেতে চলেছে রাজস্থান রয়্যালসের ? এখন সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে আইপিএলে। কারণ চলতি আইপিএলে ৮টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র ৩ ম্যাচে জয়ের মুখ দেখেছে স্টিভ স্মিথের দল। ৫ ম্যাচ হেরে ৬ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের সাত নম্বরে রাজস্থান। তার জেরে অধিনায়ক পদ থেকে সরানো হতে পারে স্টিভ স্মিথকে এমনই প্রচ্ছন্ন আভাস দিয়েছে অভিনেত্রী শিল্পা শেঠীর দল। বেশ কয়েকটি ট্যুইটকে ঘিরে জল্পনায় মেতেছে সোশ্যাল মিডিয়া। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের পরিবর্তে ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলারকে রয়্যালসের অধিনায়ক বাছা হতে পারে বলে মনে করা হচ্ছে।

- Sponsored -

শুক্রবার সকালে জস বাটলারের একটি ভিডিয়ো পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। যেখানে ইংল্যান্ড উইকেটরক্ষককে দলের নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে। বাটলারের নানা মুহূর্তও তুলে ধরা হয়েছে ওই ভিডিয়ো-তে। এরপরের ট্যুইটে বাটলারকে ‘বস’ বলে সম্বোধন করে রাজস্থান রয়্যালস। সুপার ইম্পোজ করে বসানো এক ছবিতে বাটলারের যে ছবি পোস্ট করা হয়েছে, তাতে ইংল্যান্ড উইকেটরক্ষককে ‘ওয়ার্ল্ড বেস্ট বস’ লেখা কাপ ধরে থাকতে দেখা যাচ্ছে।

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ১৬৮ রান করেছেন জস বাটলার। তাঁর সর্বোচ্চ স্কোর ৭০। অন্যদিকে আট ম্যাচ খেলে ১৬৩ রান করা রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাটিং গড় বাটলারের থেকে পিছিয়ে রয়েছে। সবমিলে মনে করা হচ্ছে খুব শীঘ্রই নয়া অধিনায়কের নাম ঘোষণা করতে চলেছে পিঙ্ক ক্যাপরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.