Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সুইডেনে ক্রিকেট কোচের ভূমিকায় বিশ্বের সেরা ফিল্ডার

বেঙ্গল ফাস্ট: সুইডেন ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিচ্ছেন জন্টি রোডস৷ আইপিএলের পরই সুইডেনের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটারকে৷ আইপিএল শেষ হলেই পরিবারের সঙ্গে সুইডেনে চলে যাবেন জন্টি৷ বৃহস্পতিবার সুইডিশ ক্রিকেট ফেডারেশনের (এসসিএফ) তরফে এই ঘোষণা করা হয়৷

- Sponsored -

৫১ বছর বয়সি রোডস বর্তমানে আইপিএল-এর জন্য দুবাইয়ে রয়েছেন৷ কিংস ইলেভেন পঞ্জাবের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন বিশ্বের অন্যতম সেরা এই ফিল্ডার৷ তবে কিংস ইলেভেনের আগে আইপিএলে দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের সঙ্গে জড়িত ছিলেন জন্টি৷ এসসিএফ-র তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, ‘সুইডিশ ক্রিকেট ফেডারেশন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডসকে প্রধান কোচ হিসাবে নিয়োগের মাধ্যমে জুনিয়র ক্রিকেট, উচ্চ পারফরম্যান্সের উন্নতিতে বিনিয়োগ করবে৷’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.