শনিবার রাজ্যজুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পৌঁছনোর জন্য স্টাফ স্পেশালে ছাড় রেলের

নিজস্ব সংবাদদাতা : শনিবার রাজ্যজুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কোভিড পরিস্থিতির কারণে ১১ জুলাইয়ের পরিবর্তে পরীক্ষা হতে চলেছে ১৭ জুলাই। করোনা আবহে রাজ্যের মধ্যে এই প্রথম অফলাইন পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯২ হাজার ৬৯৫ জন। পরীক্ষাকেন্দ্রে সকল পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের পৌঁছনোর জন্য স্টাফ স্পেশালে ছাড় দিল রেল। টিকিট কেটে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা শনিবার ট্রেনে সফর করতে পারবেন। প্রত্যেক স্টেশনের কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যের টিকিট মিলবে। তবে সেক্ষেত্রে জয়েন্টের অ্যাডমিট দেখিয়ে টিকিট কাটতে হবে। জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গতকালই রাজ্য সরকার রেলকে চিঠি দিয়ে জানায় স্টাফ স্পেশালে জয়েন্ট পরীক্ষার্থীদের চড়ার অনুমতি দেওয়া হোক। সেই আবেদনেই সাড়া দিয়ে স্টাফ স্পেশালে ছাড় দিল রেল।
এবারের জয়েন্ট পরীক্ষায় ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ শতাংশই ভিন রাজ্যের পরীক্ষার্থী রয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ২৭৪টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এছাড়াও রাজ্য এবং ভিন রাজ্যের পরীক্ষার্থীরা যাতে বাড়ির কাছের সেন্টারে পরীক্ষা দিতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। কঠোরভাবে করোনাবিধি মেনে একটি ঘরে ২০ জনের বেশি পরীক্ষার্থী বসতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। জয়েন্টের ফল প্রকাশিত হবে ১৪ অগস্টের মধ্যে। তিন দফায় কাউন্সেলিং শেষ করা হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
Comments are closed.