জেলা কমিটিতে নেই জিতেন্দ্র তিওয়ারি! পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : জিতেন্দ্র তিওয়ারিকে বাদ দিয়েই তৈরি হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কমিটি। ১৬ ডিসেম্বর জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি এবং আসানসোল পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দেওয়ার পর পুনর্গঠন করা হল জেলা কমিটি। পুরপ্রশাসকের পর জেলা সভাপতি পদও হাতছাড়া হল জিতেন্দ্র তিওয়ারির। নতুন কমিটিতে এসেছেন অপূর্ব মুখোপাধ্যায়। তাঁকে জেলার নতুন সভাপতি করা হয়েছে। তবে চেয়ারম্যান পদেই রয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, হরেরাম সিং, ভি শিবদাসন এবং অশোক রুদ্র।
এদিকে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে নতুন জেলা কমিটিতে ফিরিয়ে না নেওয়ায় জোরদার জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে যে এখনও বিরক্ত নতুন নিয়োগে তা বেশ বোঝাই যাচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে তৃণমূলের তরফে জানানো হয়েছে, যেহেতু জিতেন্দ্র তিওয়ারি নিজের ইস্তফা পত্র ফিরিয়ে নেননি, তাই এমন সিদ্ধান্ত। তাঁর ডানাছাঁটা নিয়ে জিতেন্দ্র তিওয়ারি সাফ জানিয়ে দিয়েছেন, ‘দিদির সৈনিক হওয়ার থেকে বড় কোনও পদ হয় না। আমি দলের সঙ্গেই আছি। যা করলে দলের ভাল হবে তাই করব।’
Comments are closed.