Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

“যে হাতে খান, সেই হাত কামড়ান”, বলিউডে মাদকযোগ নিয়ে মুখ খুললেন জয়া বচ্চন

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

বলিউডের চলতি পরিস্থিতি নিয়ে সংসদে মুখ খুললেন অমিতাভ ঘরনি। রাজ্যসভায় সমাজবাদী পার্টি সাংসদ বলেন, “যে হাতে খান, সেই হাত কামড়ান”। সোমবার লোকসভায় অভিনেতা সাংসদ রবি কিসান বলেন, চলচ্চিত্র জগতে মাদকাসক্তি ঢুকে পড়েছে। রাজ্যসভায় লোকসভার সংসদে সেই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে জয়া বচ্চন বলেন, “কিছু মানুষের জন্য আপনি সেই শিল্পজগতের বদনাম করতে পারেন না। আমি অবাক এবং লজ্জিত হয়ে যাচ্ছি যে, গতকাল চলচিত্র জগৎ সম্পর্কে লোকসভার এক সাংসদ দুর্নাম করেছেন। অথচ তিনি নিজেই এই জগত থেকে এসেছেন। যে থালায় খান, সেই থালাই নোংরা করা হয়।”

- Sponsored -

চলচ্চিত্র জগতে মাদকাসক্তির অভিযোগ তুলে গতকাল লোকসভায়, চিন এবং পাকিস্তানের বিরুদ্ধে দেশের যুবসমাজকে মাদকাসক্তির নেশায় নষ্ট করার অভিযোগ তোলেন বলিউড এবং ভোজপুরি অভিনেতা রবি কিসান। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে মাদক প্রসঙ্গ তুলে ধরেন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সেই প্রসঙ্গ তুলে ধরে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ বলেন, “চলচ্চিত্র জগতে মাদকাসক্তি রয়েছে। বহু মানুষকে আটক করা হয়েছে। ভালো কাজ করছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি। তাদের উপযুক্ত শাস্তি দিয়ে প্রতিবেশী দেশের এই চক্রান্তের অবসান ঘটানো হোক।” এদিন রাজ্যসভায় জয়া বচ্চন বলেন বিনোদন জগতের পাশেই দাঁড়ানো উচিত সরকারের। তার কথায়, “বিনোদন জগৎ খুবই গুরুত্বপূর্ণ। অথচ যারা এই জগৎ থেকে এসেছেন তারা আজ এই জগৎকে নোংরা বলছেন। এই জগতের কিছু মানুষ সবচেয়ে বেশি অঙ্কের করদাতা। সরকারের উচিত বিনোদন জগতের পাশে দাঁড়ানো।”

এদিকে অভিনেতা সাংসদ রবি কিসানও জয়া বচ্চনকে উদ্দেশ্য করে বলেন, ”আমি জয়াজিকে অনুরোধ করব, তিনি যেন আমার মন্তব্যকে সমর্থন করেন। আমি এবং জয়াজি যখন চলচ্চিত্র জগতে এসেছিলাম তখন পরিস্থিতি এরকম ছিল না। চলচ্চিত্র জগতের সবাই মাদকাসক্ত নন, তবে যারা মাদকাসক্ত তারা বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র জগৎকে ধ্বংস করার চেষ্টা করছেন। এখন সময় এসেছে এই জগৎকে রক্ষা করার।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.