নীরজ চোপড়ার লক্ষ্যভেদ, অলিম্পিক অ্যথলেটিক্সে প্রথম সোনা ভারতের
সাম্যজিৎ ঘোষ
ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে থেকে বোধহয় সব ভারতবাসীর চোখ ছিল জাপানের রাজধানী টোকিওর দিকে। কারণ ওই সময় থেকেই ভারতীয় অ্যাথলেটিক্সের তারকা নীরজ চোপড়ার সোনা জয়ের দৌড় শুরু হওয়ার ছিল।
নীরজ কি পারবেন স্বপ্ন সফল করতে? এই চিন্তাই হয়তো সবার উপরে তখন। এক চোখ ঘড়ির কাঁটায় তো অন্য চোখ নীরজের দিকে। প্রথম হয়ে ফাইনালে যোগ্যতা পেয়েছিলেন বলে প্রথম থ্রো নিতে যান নীরজ। থ্রো করলেন ৮৭ মিটারের ওপর। উত্তেজনার পারদ বাড়ল। দ্বিতীয় থ্রো–তে বর্শা ছুঁড়লেন আরও দূরে। ৮৭.৫৮ মিটার। অনেকেই আবার লাফিয়ে উঠলেন। পরের প্রতিযোগীরা পেরিয়ে যেতে পারেননি নীরজকে। কিন্তু পঞ্চম থ্রো পর্যন্ত উৎকণ্ঠা ছিল সবার। বিশ্বজয়ী জার্মানির জোহানেস ভেটার চোট পেয়ে বেরিয়ে যান।
অন্য প্রতিপক্ষরাও কেউই নীরজের কাছাকাছি আসতে পারেননি। ফলে তাঁর দ্বিতীয় থ্রো-তেই অলিম্পিকে অধরা সোনা এসে গেল। গোটা দেশবাসীও যেন নীরজের সঙ্গে ছিল। সোনা নিশ্চিত হতেই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল। ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন অধ্যায় লেখা হল ৭ অগাস্ট ২০২১-এ। অলিম্পিকে অ্যাথলেটিক্সে প্রথম সোনা অর্জন করল ভারত। জ্যাভলিন থ্রোয়ে সোনা জয় করে ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন পানিপথের ছেলে নীরজ চোপড়া।
Comments are closed.