আমিরশাহীতে মুম্বই-এর নেটে ভাইরাল বুম বুম বুমরাহ
বেঙ্গল ফাস্ট : বুমরাহ বোলিং অ্যাকশন নকল করে তো অনেকেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিশেষ করে রোহিত শর্মার ছোট্ট মেয়ে সামাইরাও নাকি বুমরাহ বোলিং অ্যাকশন নকল করে। ছোট্ট সামাইরার সেই কাণ্ড ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। যে জশপ্রীতকে সবাই নকল করে, সেই বুমরাহ এবার নকল করলেন বিশ্বের ছয় নামকরা বোলারকে। আর এই মজার কাণ্ড ঘটেছে আমিরশাহীতে মুম্বই ইন্ডিয়ান্সের নেটে। মুম্বই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ট্যুইটারে সেই ভিডিয়ো পোস্ট করে জানতে চাওয়া হয়েছে, আপনি কি বলতে পারবেন কোন ছয় বোলারকে নকল করতে চেয়েছেন জশপ্রীত বুমরাহ?
📹 Can you guess all 6️⃣ bowlers Boom is trying to imitate? 🤔
PS: Wait for the bonus round 😉 #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @Jaspritbumrah93 pic.twitter.com/RMBlzeI6Rw
— Mumbai Indians (@mipaltan) September 7, 2020
৬টা বলে ছয় বোলারকে নকল করেছেন জশপ্রীত বুমরাহ। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মুনাফ প্যাটেল, গ্লেন ম্যাকগ্রা, মিচেল স্টার্ক, কেদার যাদব, শ্রেয়স গোপাল এবং অনিল কুম্বলেকে নকল করেছেন তিনি। এর আগেও ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের আগে বেঙ্গালুরুতে নেট সেশনে বাঁ হাতি স্পিন বোলার হয়েছিলেন। এমন মজার মজার কাণ্ড আগেও করেছেন তিনি। তবে লাসিথ মালিঙ্গার সার্ভিস আমিরশাহী আইপিএল-এ পাবে না গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তাই জশপ্রীত বুমরাহর ওপর বাড়তি দায়িত্ব এবার থাকছেই। দলের অধিনায়ক রোহিত শর্মাও তাকিয়ে থাকবেন বুম বুম বুমরাহর দিকেই।
Comments are closed.