প্রয়াত ‘জেমস বন্ড’ খ্যাত শন কনারি

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত জেমস বন্ড খ্যাত হলিউডের বর্ষীয়ান তারকা শন কনারি (Sean Connery)। বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত সমস্যায় গত কয়েক বছর ধরেই ভুগছিলেন সাতটি জেমস বন্ড ফিল্মে অভিনয় করা এই স্কটিশ অভিনেতা। ০০৭-এর তকমা নিয়ে প্রায় সাতটি ছবি করেছেন শন। ‘ডক্টর নো’ থেকে ‘ইউ ওনলি ‘লিভ টোয়াইস’, ‘ডায়মন্ডস আর ফরেভার’ এবং ‘নেভার সে নেভার এগেইনে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত জেমস বন্ডের ভূমিকায় দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ১৯৮৮ সালে পান অস্কারও।
James Bond actor Sir Sean Connery dies at the age of 90: UK media pic.twitter.com/9rVjMBWxut
— ANI (@ANI) October 31, 2020
অস্কার ছাড়াও তিনবার গোল্ডনে গ্লোব এবং দু’বার বাফটা পুরস্কারে সম্মানিত হয়েছে শন কনারি। ২০০০ সালে ইংল্যান্ডের রানি এলিজাবেথ তাঁকে নাইটহুড সম্মান দেন। হলিউড অভিনেতার প্রয়াণে শোকের ছায়া সিনেমাজগতে।
Comments are closed.