রাজ্যসভার প্রার্থী হচ্ছেন জহর সরকার, চমক তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন জহর সরকার। তাঁকে মনোনীত করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে প্রার্থী করে চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জহর সরকারকে প্রার্থী করে টুইটে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ‘জনসেবায় যুক্ত থাকার ৪২ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি প্রসার ভারতীর প্রাক্তন সিইও। তাঁর অভিজ্ঞতা আমাদেরকেও দেশসেবায় আরও বেশি সাহায্য করবে। তাঁকে রাজ্যসভার জন্য মনোনীত করে আমরা আনন্দিত।’ রাজ্যসভার ভোট হবে আগামী ৯ অগস্ট।
Comments are closed.