Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনায় মাহেশে নমো নমো করে সম্পন্ন জগন্নাথদেবের স্নানযাত্রা

নিজস্ব সংবাদদাতা : করোনা মহামারীর মধ্যেই মাহেশে সম্পন্ন হল জগন্নাথদেবের স্নানযাত্রা। মাহেশের জগন্নাথদেবের স্নানযাত্রা এতদিন হত মন্দির সংলগ্ন স্নান পিঁড়ির ময়দানে। করোনা আবহে এ বছর স্নানযাত্রা হল অস্থায়ী মূল মন্দিরের ভেতরেই অস্থায়ী বেদি তৈরি করে। ২৮ ঘড়া গঙ্গাজল ও দুই মণ দুধ দিয়ে স্নান করানো হল জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ৷

- Sponsored -

মাহেশের রথযাত্রা এবার ৬২৫ বছরে পড়ল। স্নানযাত্রা দেখার জন্য বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে স্নানপিঁড়ির ময়দানে জড়ো হত। করোনাবিধি মেনে এবছরে গুটিকয়েক ব্রাহ্মণ এবং সেবাইতদের নিয়ে স্নানযাত্রা হল নমো নমো করে। ইতিমধ্যেই মন্দির কমিটির ঘোষণা মতো গত বছরের মতো এবছরও স্থগিত হয়ে গেছে মাহেশের ৬২৫ বছরের ঐতিহাসিক বিখ্যাত রথযাত্রা। এবারেও জগন্নাথ-বলরাম-সুভদ্রা রথে চেপে নয়, মূল মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে মাসির বাড়িতে নারায়ণ শিলাকে নিয়ে যাওয়া হবে রথের দিন।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.