২২ হাজার ২২২ ফুট উচ্চতায় লিও পারগেল শৃঙ্গ জয় ITBP-র জওয়ানদের
নিজস্ব সংবাদদাতা : ২২ হাজার ২২২ ফুট উঁচু শৃঙ্গ জয় ইন্দো-তিবেটান বর্ডার পুলিশের (ITBP) জওয়ানদের। হিমাচল প্রদেশ-তিব্বত সীমান্তে লিও পারগেল শৃঙ্গে উড়ল ভারতের জাতীয় পতাকা। ডেপুটি কমান্ডান্ট কুলদীপ সিংয়ের নেতৃত্বে শৃঙ্গ জয় ১৬ সদস্যের দলের। তাঁর সঙ্গে সহ নেতৃত্ব দিয়েছিলেন ডেপুটি কমান্ডান্ট ধর্মেন্দ্র। বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় জওয়ানরা। এর জন্য কঠোর নিয়ম মেনে চলছিল অনুশীলনও। লক্ষ্যে অবিচল থেকে জিরো পয়েন্ট থেকে রওনা দেন ITBP-র পর্বতারোহীরা।
#WATCH Himachal Pradesh: mountaineers of ITBP successfully climbed Leo Pargil mountain (22,222 ft) on 31 Aug to record the first such ascent during #COVID19. Total 12 members of the 16 member team from Sector Head Quarters, ITBP Shimla climbed the peak successfully. (Source:ITBP) pic.twitter.com/0vJubO4TWN
— ANI (@ANI) September 2, 2020
তবে ১৬ সদস্যের দল গেলেও লিও পারগেল শৃঙ্গে পৌঁছতে পেরেছেন ১২ জনের টিম। এই দলে রয়েছেন অভিজ্ঞ জওয়ান প্রদীপ নেগিও। এর আগে দু’বার বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পৌঁছেছিলেন নেগি। শৃঙ্গে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন করে ভারতমাতার জয় স্লোগান দেন ITBP-র পর্বতারোহীরা।
Comments are closed.