Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আজুরি নীল রঙে ঢাকা পড়ল ইংল্যান্ডের সূর্য

সাম্যজিৎ ঘোষ

টাইব্রেকারের অভিশাপ কাটল না। ফিরল না ১৯৬৬-র মতো কোনও সন্ধ্যা। ওয়েম্বলিতে রোম সাম্রাজ্য প্রতিষ্ঠা হল রবিবার। টাইব্রেকারে ৩-২ গোলে জিতে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ইউরো ফাইনালে শুরুতেই  রণকৌশলে ইতালিকে টেক্কা দিয়েছিল সাউথগেটের ছেলেরা। চকিত আক্রমণে ইতলির দুর্গ ভেঙে গোল করে এগিয়ে দেন লুক শ। এরপর রক্ষণ জমাট করে মানচিনির ছেলেদের ৬৭ মিনিট পর্যন্ত আটকে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ইতালির প্রবল চাপে ভেঙে পড়ল সেই রক্ষণ। কর্নারের পর জটলার থেকে গোল করে সমতা ফেরান অভিজ্ঞ বনুচ্চি। ১-১ হওয়ার পর দু’দলই জয়ের গোলের জন্য ঝাঁপায়। দু’দলই দু’টি করে সহজ সুযোগ নষ্ট করে। ফলে অতিরিক্ত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

- Sponsored -

ইতালি তিনটি পেনাল্টি গোল করে।  ইংল্যান্ড করে দুটি। ইতালি গোলরক্ষক দোনারুমা দুটি শট বাঁচিয়ে নায়ক হয়ে গেলেন। একইসঙ্গে ইউরো সেরা গোলরক্ষকও হলেন। পেনাল্টিতে ৩-২ গোলে জিতে দ্বিতীয়বার ইউরো কাপ ঘরে তুলল ইতালি। শূন্য হাতে ফিরে ফের হতাশা ইংল্যান্ডের। ৫৫ বছর পরেও ট্রফি অধরা হ্যারি কেনদের। ইউরো যুদ্ধ শেষে আজুরি নীল রঙে ঢাকা পড়ল ইংল্যান্ডের সূর্য।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.